প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল দুদিনের বিহার, ওড়িশা ও অন্ধ্রপ্রদেশ সফরে যাবেন। সফরকালে প্রধানমন্ত্রী বিহার ও ওড়িশায় একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। এর মধ্যে রয়েছে বিহারের রেল পরিকাঠামোর উন্নয়ন, পাটলিপুত্র ও গোরখপুরের মধ্যে বন্দে ভারত ট্রেনের যাত্রার সূচনা, নমামি গঙ্গের অধীনে ৬টি স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্লান্টের উদ্বোধন, ৫শো মেগাওয়াট আওয়ারের একটি ব্যাটারী এনার্জী স্টোরেজ সিস্টেমের শিলান্যাস ইত্যাদি। প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে বিহারে প্রথম পর্যায়ে ৫৩ হাজার ৬শো উপভোক্তাকে অর্থ প্রদান করবেন।
ওড়িশা সফর কালে প্রধানমন্ত্রী পানীয় জল, সেচ, কৃষি, পরিকাঠামো, স্বাস্থ্য ক্ষেত্র, গ্রাম সড়ক ও সেতু এবং রেল ও জাতীয় সড়ক সংক্রান্ত একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। সূচনা হবে ১শোটি বৈদ্যুতিক বাস পরিষেবার। শ্রী মোদী ওড়িশা ভিশন ডকুমেন্টও প্রকাশ করবেন।
২১ তারিখ, প্রধানমন্ত্রী বিশাখাপত্তনমে আয়োজিত একাদশতম আন্তর্জাতিক যোগ দিবসের মূল অনুষ্ঠানে অংশ নেবেন। ওই অনুষ্ঠানে একসঙ্গে ৫ লক্ষ অংশগ্রহনকারী যোগাভ্যাস করবেন। একইসঙ্গে দেশের সাড়ে তিন লক্ষের বেশী জায়গায় যোগ সঙ্গমের আয়োজন করা হয়েছে।