প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আন্তর্জাতিক শিক্ষা ও গবেষনা ক্ষেত্রে ভারতের উত্থানের স্বীকৃতিস্বরূপ QS World Ranking এ দেশের ৫৪ টি শিক্ষাপ্রতিষ্ঠানের অন্তর্ভুক্তিকে স্বাগত জানিয়েছেন। কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের একটি পোষ্টের জবাবে শ্রী মোদী জানান, ভারতের যুবাদের স্বার্থে গবেষনা ও উদ্ভাবনের পরিমণ্ডল আরো বাড়িয়ে তুলতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
উল্লেখ্য, কিউ এস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে নাম উঠেছে ভারতের ৫৪টি শিক্ষা প্রতিষ্ঠানের। দেশের সেরা শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে এই ক্রম তালিকায় জায়গা করে নিয়েছে ইন্ডিয়ান ইন্সটিটিউট অফ টেকনোলজি – আইআইটি দিল্লি। আন্তর্জাতিক এই তালিকায় এবার ১৫০ নম্বর স্থান থেকে ১২৩ নম্বরে উঠে এসেছে ওই শিক্ষা প্রতিষ্ঠান।