প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আমেদাবাদে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীর প্রয়াণে আজ গভীর শোক ব্যক্ত করেছেন। সোশ্যাল মিডিয়ার এক পোস্টে প্রধানমন্ত্রী, বিজয় রূপানীর সঙ্গে তাঁর কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা এমন কি খুব কঠিন কিছু সময়ে তাঁর কাজের অভিজ্ঞতার কথা স্মরণ করেছেন। বিভিন্ন ক্ষেত্রে প্রয়াত রূপাণির উল্লেখযোগ্য অবদানের কথা তুলে ধরে রাজকোট পৌরনিগমে তাঁর কার্যকাল, রাজ্যসভার সাংসদ, গুজরাটে রাজ্য বিজেপির সভাপতি এবং রাজ্য সরকারের ক্যাবিনেট মন্ত্রী হিসেবে তাঁর ভূমিকার কথা স্মরণ করেছেন। রূপাণি ছিলেন বিনয়ী, কঠোর পরিশ্রমী এবং দলের আদর্শের প্রতি দৃঢ়ভাবে দায়বদ্ধ।