প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে দেশ দৃঢ় সংকল্পবদ্ধ। সন্ত্রাসবাদকে মির্মূল করতে ভারত তার লড়াই অব্যাহত রাখবে।
আকাশবাণীর ‘মন কি বাত’-এর ১২২-তম পর্বে প্রধানমন্ত্রী ‘অপারেশন সিন্দুর’-এ দেশের সামরিক বাহিনী কৃতিত্বের ভূয়সী প্রশংসা করে বলেন, সীমান্ত পেরিয়ে সেনাবাহিনী জঙ্গীদের গোপন ঘাঁটিগুলি গুঁড়িয়ে দিয়েছে। দেশ আজ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। তিনি বলেন, দেশপ্রেমকে সামনে রেখে সকলে একজোট হয়েছে। ‘অপারেশন সিন্দুর’-এর সাফল্য উদ্যাপনের জন্যই গ্রাম থেকে শহর সর্বত্র, দেশের পতাকা নিয়ে তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়।
তিনি বলেন, আত্মনির্ভর ভারতের লক্ষ্যেও দেশ এগিয়েছে। সন্ত্রাসবাদের ঘাঁটি ধ্বংস করতে দেশজ উপকরণে তৈরি অস্ত্র ও প্রযুক্তির ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। এপ্রসঙ্গে প্রধানমন্ত্রী, দেশের প্রযুক্তিবিদ ও ইঞ্জিনিয়ারদের কঠোর শ্রমের কথা উল্লেখ করেন। ‘ভোকাল ফর লোকাল’-এর আদর্শ স্পষ্ট হয়ে ওঠে দেশের মানুষের ঐকান্তিক প্রচেষ্টায়। সাধারণ মানুষের অংশগ্রহণই হল দেশের প্রকৃত শক্তি। প্রধানমন্ত্রী এপ্রসঙ্গে দেশজ পণ্যের ব্যবহারে অগ্রাধিকার দিতে সকলের কাছে আবেদন জানান।