প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, অপারেশন সিন্দুরের আওতায় জঙ্গীদের ঘাঁটি ধ্বংস করে ভারত, পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে। তিনি বলেন, সরকার, সশস্ত্র বাহিনীর তিন শাখাকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে উপযুক্ত জবাব দিতে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়ায় পাকিস্তানকে মাথা নত করতে বাধ্য করেছে। রাজস্থানের বিকানীরে এক আজ অনুষ্ঠানে শ্রী মোদী বলেন, যেহেতু ভারতের বিরুদ্ধে পাকিস্তান সম্মুখ সমরে জিততে পারবে না, তাই তারা সন্ত্রাসবাদীদের সহায়তায় ছায়াযুদ্ধ চালাচ্ছে। শ্রী মোদী বলেন, পহেলগাঁওয়ে বর্বরোচিত হামলার পর দেশবাসী জঙ্গী দমনের লক্ষ্যে সঙ্কল্প গ্রহণ করেন। ভারত স্পষ্ট করে দিয়েছে যে পাকিস্তানকে প্রতিটি জঙ্গী হামলার চরম মূল্য দিতে হবে। ভারতের অধিকারভুক্ত জল পাকিস্তান পেতে পারে না বলেও তিনি জোর দিয়ে জানান।
প্রধানমন্ত্রী জানান, পাকিস্তানের সঙ্গে শুধুমাত্র পাক অধিকৃত কাশ্মীর নিয়েই আলোচনায় হবে।
এর আগে, বিকানীরের পালানায় আজ প্রধানমন্ত্রী ২৬ হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। এর মধ্যে রয়েছে দেশের ১৮টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৬টি জেলায় ১০৩টি নবরূপে সজ্জিত অমৃত স্টেশনেরও উদ্বোধন করেছেন। পশ্চিমবংগের তিনটি স্টেশন- পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়, নদীয়ার কল্যানী ঘোষপাড়া এবং পশ্চিম বর্ধমানের পানাগড় স্টেশনকেও আজ অমৃত স্টেশনে উন্নীত করা হয়। গোটা প্রকল্পের জন্য ব্যয় হয়েছে ১ হাজার ১শো কোটি টাকা। অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় যাত্রী স্বাচ্ছন্দ বাড়াতে ১ হাজার ৩শোর বেশী রেলস্টেশনে আধুনিকীকরনের কাজ চলছে।
শ্রী মোদী বলেন, এই অমৃতভারত স্টেশনে শুধুমাত্র ভারতের হাজার হাজার বছরের পুরোনো ঐতিহ্য সংরক্ষন করা হয়েছে তাই নয়, বিভিন্ন রাজ্যে পর্যটনের অগ্রগতিতে স্টেশনগুলি অনুঘটকের কাজ করবে। তৈরী হবে কর্মসংস্থানের সুযোগ।
প্রধানমন্ত্রী আজ রাজস্থানের বিকানীরে নবরূপে সজ্জিত দেশনোক স্টেশনের উদ্বোধন ও বিকানের-মুম্বাই এক্সপ্রেস ট্রেনের যাত্রার সূচনা করেছেন।
অনুষ্ঠানে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে রেল এক অভূতপূর্ব রূপান্তর প্রত্যক্ষ করছে।