প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, অপারেশন সিন্দুর অভিযানে ভারত সন্ত্রাসবাদীদের ঘাঁটি ধ্বংস করে পাকিস্তানকে সমুচিত জবাব দিয়েছে। আজ রাজস্থানের বিকানীরে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, যে সরকার সশস্ত্র বাহিনীর তিন শাখাকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে উপযুক্ত জবাব দিতে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়ায় পাকিস্তানকে মাথা নত করতে বাধ্য করেছে। যেহেতু ভারতের বিরুদ্ধে পাকিস্তান সম্মুখ সমরে জিততে পারবে না, তাই তারা সন্ত্রাসবাদীদের সহায়তায় ছায়াযুদ্ধ চালাচ্ছে।
Site Admin | May 22, 2025 1:19 PM
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, অপারেশন সিন্দুর অভিযানে ভারত সন্ত্রাসবাদীদের ঘাঁটি ধ্বংস করে পাকিস্তানকে সমুচিত জবাব দিয়েছে।
