May 22, 2025 10:05 AM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার ২৫ শে মে, আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার ২৫ শে মে, আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের ১২২ তম পর্ব।

ওইদিন বেলা ১১ টা থেকে আকাশবাণীর সবকটি কেন্দ্র, সোশ্যাল মিডিয়া এবং দূরদর্শনে মন কি বাত সরাসরি সম্প্রচারিত হবে।

 জনগণ এই অনুষ্ঠানের জন্যে  টোল ফ্রি  ১৮০০-১১-৭৮০০ নম্বরে তাদের মতামত এবং পরামর্শ জানাতে পারবেন। আগামী  শুক্রবার ২৩ শে মে পর্যন্ত  নরেন্দ্র মোদী অ্যাপ অথবা মাই গভ ওপেন ফোরামে অনলাইনে মতামত জানানো যাবে।