প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী ২৯শে মে আলিপুরদুয়ারে এক জনসভায় যোগ দেবেন। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে ওই জনসভা সেরে প্রধানমন্ত্রী সিকিম যাবেন।
প্রধানমন্ত্রীর সফরের আগে আলিপুরদুয়ারে সাংসদ মনোজ টিজ্ঞা, জেলা বিজেপি নেতারা গতকাল প্যারেড ময়দান পরিদর্শন করেন। খতিয়ে দেখেন প্রস্তুতি। শ্রী টিজ্ঞা জানান, অপারেশন সিন্দুরের পর প্রধানমন্ত্রী এরাজ্য সফরের জন্য আলিপুরদুয়ারকে বেছে নিয়েছেন।