প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল ‘অমৃত ভারত স্টেশন’ প্রকল্পের আওতায় ১৮ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ৮৬ টি জেলায় নবরূপে সজ্জিত ১০৩ টি স্টেশন, জাতির উদ্দেশে উৎসর্গ করবেন। রাজস্থান থেকে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে তিনি এগুলির উদ্বোধন করবেন।
এই স্টেশনগুলির মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের তিনটি স্টেশন- পুরুলিয়ার জয়চন্ডী পাহাড়, পশ্চিম বর্ধমানের পানাগড় ও নদীয়ার কল্যাণীর ঘোষপাড়া স্টেশন। এছাড়া বাংলার আরও একশোটি স্টেশনের উন্নয়নের কাজ চলছে এই প্রকল্পের অধীনে।
প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের রেল পরিকাঠামোর উন্নয়নের ক্ষেত্রে আগামীকাল একটি গুরুত্বপূর্ণ দিন। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি বলেন, এই স্টেশনগুলি যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি দেশের গৌরবময় সংস্কৃতির বিস্তারে সহায়তা করবে।