প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, চলতি মাসের ২২ তারিখে রাজস্থানের বিকানেরের দেশনোকে থেকে ১০৩টি অমৃত ভারত স্টেশনের উদ্বোধন করবেন। এই স্টেশনগুলিতে অত্যাধুনিক সুযোগ-সুবিধা রয়েছে, এবং স্টেশনগুলিকে অমৃত ভারত স্টেশন প্রকল্পের আওতায় পুনর্নির্মাণ করা হয়েছে। আকাশবাণীকে একান্ত সাক্ষাৎকারে রেলওয়ে বোর্ডের তথ্য ও প্রচার বিভাগের কার্যনির্বাহী আধিকারিক দিলীপ কুমার বলেন, এই স্টেশনগুলিকে শহরগুলির যোগাযোগ ব্যবস্থার কেন্দ্র হিসেবে পুনর্নির্মাণ করা হয়েছে, যা আঞ্চলিক সংস্কৃতি এবং ঐতিহ্যকে তুলে ধরে।