প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট ভাষায় জানিয়েছেন, পাকিস্তানে এমন কোনো জায়গা নেই, যেখানে সন্ত্রাসবাদীরা স্বস্তিতে থাকতে পারবে। পাঞ্জাবের আদমপুরে বায়ুসেনার ঘাঁটিতে সেনাদের সঙ্গে মত বিনিময়ের সময় কড়া ভাষায় তিনি পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়ে বলেন, সেদেশের জঙ্গি ঘাঁটিগুলিকে ধ্বংস করার ক্ষমতাই, অপারেশন সিন্দুর-এর সাফল্যে প্রমাণিত। তিনি বলেন, ভারত ৯-টি জঙ্গি শিবির ধ্বংস করে দিয়েছে। একশোরও বেশি সন্ত্রাসবাদীকে হত্যা করেছে।
ভারতীয় সশস্ত্র বাহিনী পাক মদতপুষ্ট জঙ্গিদের সমূলে উৎখাত করতে সক্ষম হয়েছে। পাকিস্তান এখন বুঝতে পেরেছে, নিরীহ মানুষের রক্তপাতের একটাই মাত্র পরিনাম, তা হলো ধ্বংস এবং সম্পূর্ণ ধ্বংস। দেশের সশস্ত্র বাহিনীর পরাক্রমের প্রশংসা করে প্রধানমন্ত্রী আরও বলেন, অপারেশন সিঁন্দুর দেশের ঐক্য সুদৃঢ় এবং দেশের নিরাপত্তাকে সুনিশ্চিত করতে বিশেষ ভূমিকা নিয়েছে। দেশের সম্মান-মর্যাদা এবং গর্বকে এক নতুন উচ্চতায় তুলে দিয়েছে ভারতের সশস্ত্র বাহিনী। এবারের অভিযানে শুধু জঙ্গীদের ঘাঁটি ধ্বংস করা হয়নি, তাদের চক্রান্তও ভেঙে দেওয়া হয়েছে। ভারত মাতাকি জয় হল, প্রতিটি সৈনিকের সংকল্প বিজয়। তাঁরা দেশের জন্য জীবন উৎসর্গ করতেও প্রস্তুত।
শ্রী মোদী বলেন, ভারতের বায়ু সেনা আধুনিক প্রযুক্তির সাহায্যে মাত্র ২০-২৫ মিনিটের মধ্যেই সীমান্ত পেরিয়ে নির্দিষ্ট লক্ষে আঘাত হেনে চূড়ান্ত পেশাদারি মনোভাবের পরিচয় রেখেছে।