প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ পাঞ্জাবের আদমপুর বিমান ঘাঁটি পরিদর্শন করেন। সেখানে সেনা কর্মীদের সঙ্গে তিনি মতবিনিময় করেন। প্রধানমন্ত্রী তাদের বীরত্ব ও মনোবলের প্রশংসা করেন। দেশের জন্য সশস্ত্র বাহিনী যা করেছে, তার জন্য দেশবাসীর তাদের প্রতি চির কৃতজ্ঞ থাকবে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
পেহেলগাও জঙ্গি হামলার পর অপারেশন সিন্দুরের সাফল্যের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর এই সফর। ভারত, পাকিস্তান ও পাক অধিকৃত জম্মু-কাশ্মীরে বেশ কয়েকটি জঙ্গি শিবির ধ্বংস করেছে। মারা পড়েছে একশোর বেশি জঙ্গি।
আদমপুর থেকে ফিরে প্রধানমন্ত্রী নিজের বাসভবনে এক উচ্চপর্যায়ের বৈঠকে বসেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও সেনা কর্তারা বৈঠকে উপস্থিত আছেন বলে জানা গেছে।