August 5, 2024 9:16 AM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশে রেকর্ড গ্যাস উৎপাদনে সন্তোষ প্রকাশ করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশে রেকর্ড গ্যাস উৎপাদনে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি জানান, উন্নত ভারতের গড়ে তুলতে জ্বালানী ক্ষেত্রে স্বনির্ভর হয়ে ওঠা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরির সামাজিক মাধ্যমে এক বার্তার প্রত্যুত্তরে তিনি এই অভিমত প্রকাশ করেন। ২০২০-২১ সালে গ্যাস উৎপাদন হয় আটাশ দশমিক সাত বিসিএম। ২০২৩-২৪ এ তা বৃদ্ধি পেয়ে হয় ছত্রিশ দশমিক চার তিন বিসিএম। শ্রী পুরী আশা করেন, ২০২৬ সালের মধ্যে উৎপাদন বৃদ্ধি পেয়ে হবে পয়তাল্লিশ দশমিক তিন বিসিএম। এই সাফল্যের জন্য তিনি দেশবাসীকে অভিনন্দন জানিয়েছেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।