প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও বার্তার মাধ্যমে আজ বিহারে সপ্তম খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস-২০২৫-এর উদ্বোধন করেছেন। প্রধানমন্ত্রী তাঁর বার্তায় বলেন, সরকার দেশে খেলাধুলার সংস্কৃতি গড়ে তুলেছে। খেলো ইন্ডিয়ার মতো উদ্যোগ, ক্রীড়াক্ষেত্রে তরুণ প্রতিভাদের খুঁজে বের করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে। দেশে এক হাজারেরও বেশি ‘খেলো ইন্ডিয়া’ কেন্দ্র খোলা হয়েছে এবং এখানে তরুণ প্রতিভাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। খেলো ইন্ডিয়া হল এমন এক মঞ্চ যেখানে দেশের ঐতিহ্যবাহী খেলা যেমন কালারিপায়াত্তু, খো খো ইত্যাদি ক্ষেত্রে যুবরা নিজেদের দক্ষতা প্রদর্শনের সুযোগ পাচ্ছে।
ভারত ২০৩৬ সালে অলিম্পিক আয়োজন করবে বলে প্রধানমন্ত্রী জানান। শ্রী মোদী, আইপিএল ক্রিকেটার, বিহারের বৈভব সূর্যবংশীর প্রশংসা করে বলেন, তাঁর জীবন যুব সমাজকে অনুপ্রেরণা জোগায়।
উল্লেখ্য, খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস ২০২৫ আজ বিহারের পাঁচটি শহরে শুরু হয়েছে । এই শহরগুলি হল পাটনা, রাজগীর, গয়া, ভাগলপুর এবং বেগুসরাই।