প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ, কেরালার তিরুভনন্থপুরমে ভিজিঞ্জাম আন্তর্জাতিক গভীর সমুদ্র বন্দর জাতির উদ্দেশে উত্সর্গ করেন। বহুমুখী এই সমুদ্র বন্দর দেশের প্রথম সেমি অটোমেটেড বন্দর। এর উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, নতুন এই বন্দরটি চালু হলে কেরালার অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে, বাড়বে রাজস্য আয়ও।
আগেই জানানো হয়েছে, দুদিনের সফরে শ্রী মোদি গতসন্ধ্যায় কেরালা পৌঁছন। তিনি আজ বন্দরের বন্দরের কাজকর্ম পরিচালনার ভবনটিও ঘুরে দেখছেন। প্রত্যক্ষ করছেন সেখানকার নিয়ন্ত্রণ ব্যবস্থাও। আজ বিকেলেই তাঁর দিল্লি ফেরার কথা।
উল্লেখ্য, ভিজিঞ্জাম বন্দরের প্রথম পর্যায়ের মূল অংশ তৈরির কাজ শেষ হয় ২০২৪ এর ডিসেম্বর মাসে। প্রায় তিন দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কেরালার এই স্বপ্নের প্রকল্প বাস্তবায়িত হল।
 
									 
		 
									 
									 
									