প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল দুদিনের সফরে মহারাষ্ট্র, কেরালা এবং অন্ধ্রপ্রদেশ যাবেন। সফরের প্রথম দিন মুম্বাইয়ে প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল ইন্টারটেইনমেন্ট সামিট- WAVES এর উদ্বোধন করবেন। পরের দিন তিনি কেরালায় ভিঝিনজাম-এ আন্তর্জাতিক ডিপ ওয়াটার সি পোর্ট জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন। বিকশিত ভারতের চিন্তাভাবনাকে সামনে রেখে এই সি পোর্ট-টি দেশের সামুদ্রিক ক্ষেত্রে এক নতুন দিগন্ত খুলে দেবে। এরপর শ্রী মোদী অমরাবতীতে আটান্ন হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। তিনি অন্ধ্রপ্রদেশে ৭টি জাতীয় হাইওয়ে প্রকল্প-র উদ্বোধন করবেন।
Site Admin | April 30, 2025 5:17 PM
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল দুদিনের সফরে মহারাষ্ট্র, কেরালা এবং অন্ধ্রপ্রদেশ যাবেন।
