মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

April 22, 2025 12:48 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সরকারি সফরে আজ সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সরকারি সফরে আজ সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন। এর আগে এক বিবৃতিতে তিনি বলেন, সৌদি আরবের সঙ্গে দীর্ঘ ও ঐতিহাসিক সম্পর্ক ভারতের কাছে মূল্যবান। সাম্প্রতিক সময়ে এই কৌশলগত সম্পর্ক অভূতপূর্ব গতি অর্জন করেছে। প্রতিরক্ষা, বাণিজ্য, বিনিয়োগ, শক্তি এবং দুদেশের জনগণের মধ্যে সম্পর্ক বৃদ্ধি ভারত ও সৌদি আরবের অংশীদারিত্বের গুরুত্বপূর্ণ দিক। আঞ্চলিক শান্তি, সমৃদ্ধি, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় উভয় দেশ অঙ্গীকারবদ্ধ বলে তিনি জানান।

প্রধানমন্ত্রী আরও বলেন, তিনি সৌদি আরবে বসবাসকারী প্রবাসী ভারতীয়দের সঙ্গে সাক্ষাত্ করার জন্য উন্মুখ হয়ে আছেন। কৌশলগত অংশীদারিত্ব পরিষদের দ্বিতীয় বৈঠকে যোগ দিয়ে পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে তিনি আলোচনা করবেন।

উল্লেখ্য, সেদেশের যুবরাজ তথা প্রধানমন্ত্রী মহম্মদ বিন সালমনের আমন্ত্রণে শ্রী মোদী সৌদি আরব যাচ্ছেন। এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি সহযোগিতার নতুন পথ খুলে দেবে বলে আশা করা হচ্ছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন