প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লীতে যমুনা নদীর বর্তমান অবস্থা পর্যালোচনা এবং নদীর সাফাই ও পুনরুজ্জীবনে বর্তমান এবং ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আলাপ আলোচনার জন্য, এক বৈঠকে পৌরহিত্য করেন। নদী পরিষ্কারে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে গৃহীত উদ্যোগ বৈঠকে খতিয়ে দেখা হয়। নর্দমার মাধ্যমে মেশা জল পরিমাপ করতে মাইক্রো পর্যায়ে প্রকৃত সময়ের তথ্য জোগাড় করার জন্য এবং নিকাশী ব্যবস্থার কার্যকারীতার ওপর নজর রাখার জন্য সর্বোত্তম উন্নত প্রযুক্তি ব্যবহার করার পরামর্শ দেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, জলশক্তি মন্ত্রী সি আর পাতিল, দিল্লীর মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এবং সরকারের বরিষ্ঠ আধিকারিকরা বৈঠকে উপস্থিত ছিলেন।
সুসংহত জল ব্যবস্থাপনার সঙ্গে শহরের মাস্টার প্ল্যানকে সংযুক্ত করার জন্য শহরতলীর নদী ব্যবস্থাপনার রেখচিত্র গড়ে তোলার বিষয়েও বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, ছট পুজোর সময় দিল্লীবাসীর অভিজ্ঞতা আরো ভালো হওয়া উচিৎ।