August 1, 2024 9:59 AM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ নতুন দিল্লীতে ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ নতুন দিল্লীতে ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। এর আগে, রাষ্ট্রপতি ভবনে ভিয়েতনামের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক অভ্যর্থনা জানানো হবে। পরে তিনি যাবেন রাজঘাটে। জাতির জনক মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানাবেন তিনি। ভিয়েতনামের প্রধানমন্ত্রীর সম্মানে প্রধানমন্ত্রী আজ এক মধ্যাহ্নভোজের আয়োজন করেছেন। দু পক্ষের মধ্যে বিভিন্ন বিষয়ে একাধিক চুক্তি স্বাক্ষরিত হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী চিন, রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মূ এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন।

গতকাল তিনি বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্করের সঙ্গে কথা বলেছেন। সোশ্যাল মিডিয়ার এক বার্তায় ড জয়শঙ্কর এই বৈঠককে অত্যন্ত ফলপ্রসূ বলে উল্লেখ করেন। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক নানা বিষয়ে তারা সহমত ব্যক্ত করেন।

উল্লেখ্য, তিনদিনের সফরে ভিয়েতনামের প্রধানমন্ত্রী গতকাল ভারতে আসেন।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।