প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রায় ১০ হাজার কোটি টাকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প হরিয়ানার জনগণের উদ্দেশে উৎসর্গ করেছেন। ডঃ ভীমরাও আম্বেদকরের জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল শ্রী মোদী যমুনানগরে দীনবন্ধু ছোটু রাম তাপবিদ্যুৎ কেন্দ্রে ৮০০ মেগাওয়াটের তৃতীয় ইউনিটের শিলান্যাস করেন। এই নতুন ইউনিটের মাধ্যমে হরিয়ানার অভ্যন্তরীণ বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা তিন হাজার ৩৮২ মেগাওয়াট বৃদ্ধি পাবে।
প্রধানমন্ত্রী যমুনানগরে ৯০ কোটি টাকা মূল্যের গোবরধন প্লান্টের ভিত্তিপ্রস্তর স্থপন করেন।
এক হাজার ৬৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত রেওয়ারি বাইপাসের উদ্বোধন করেন শ্রী মোদী।