মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

April 11, 2025 5:08 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশের বারাণসীতে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশের বারাণসীতে একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেছেন। সকালে তিনি বারাণসী পৌঁছলে বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দিবেন প্যাটেল এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

তিনি সেখানে ৩ হাজার ৮ শো চুরাশি কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন। বারাণসীতে বিভিন্ন সড়ক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস ছাড়াও বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাপনার পরিকাঠামোর উন্নয়নে কয়েকটি সাব-স্টেশনেরও উদ্বোধন করেন তিনি। এই উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সরকারই উদ্যোগে খুব দ্রুত বারাণসীর উন্নয়নের কাজ এগিয়ে চলেছে।

প্রধানমন্ত্রী আজ এক হাজার ছ’শ উনত্রিশ কোটি টাকার উনিশটি প্রকল্পের সূচনা করেছেন এবং ২ হাজার দুশো পঞ্চান্ন কোটি টাকার ২৫টি নতুন প্রকল্পের শিলান্যাস করেন। এরমধ্যে রয়েছে বারাণসী থেকে লখনউ পর্যন্ত ৩১নং জাতীয় সড়কে ভূগর্ভস্থ সড়ক পথ। বারাণসী রিং রোড থেকে সারনাথ পর্যন্ত রোডব্রিজ এবং বেশ কয়েকটি উড়ালপুল। প্রধানমন্ত্রী আজ জল জীবন মিশনের আওতায় ৩ শো পয়তাল্লিশ কোটি টাকার ৩১ টি পানীয় জল প্রকল্পের শিলান্যাস করবেন। অন্তত ৫০ হাজার মানুষ এতে উপকৃত হবে।

এরপর প্রধানমন্ত্রী মধ্যপ্রদেশের অশোকনগর জেলার ইশাগড় তহশিলের আনন্দপুর ধাম আশ্রম পরিদর্শন করবেন। ভারতের সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক ঐতিহ্যের স্মারক এই আশ্রমে একটি আধুনিক গোশালায় অন্তত ৫০০টি গো-মাতা রয়েছে। এই আশ্রম দাতব্য চিকিৎসালয়, সত-সঙ্গ কেন্দ্র এবং বিদ্যালয় পরিচালনা করে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন