প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গোটা বিশ্বের কল্যাণের জন্য বিমস্টেক গোষ্ঠী গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী এই গোষ্ঠীকে আরো শক্তিশালী করে তুলতে বিভিন্ন ক্ষেত্রে ২১ দফা কার্যকরী পরিকল্পনার প্রস্তাব দিয়েছেন।
বাণিজ্যের উন্নতির ক্ষেত্রে প্রধানমন্ত্রী বিমস্টেক চেম্বার অফ কমার্স গঠনের কথাও ঘোষণা করেন। বিমস্টেক গোষ্ঠীভুক্ত দেশগুলির মধ্যে স্থানীয় মুদ্রাতে বাণিজ্যের সম্ভাবনা খতিয়ে দেখার প্রস্তাবও দেন। মায়ানমার এবং থাইল্যান্ডের বিধ্বংসী ভূমিকম্পের নেপথ্যে বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে, একসঙ্গে কাজ করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।
এর আগে, সমাজমাধ্যমে এক বার্তায় তিনি বলেছেন, বাংলাদেশ, ভুটান, ভারত, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা, থাইল্যান্ড এই সাতটি সদস্য দেশ বিভিন্ন ক্ষেত্রে তাদের সহযোগিতা বৃদ্ধির জন্য দায়বদ্ধ। তিনি আশা প্রকাশ করেছেন, বিমস্টেকের মিলিত কন্ঠস্বর দেশগুলির সাধারণ মানুষের জীবনযাত্রার উন্নয়ন ঘটাবে।
এবারের বিমস্টেক শীর্ষ সম্মেলনের মূল ভাবনা সমৃদ্ধ, নমনীয় এবং উন্মুক্ত। এছাড়াও ব্যাংকক ভিশন ২০৩০-ও গৃহীত হওয়ার কথা।