প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রাক্তন উপ প্রধানমন্ত্রী বাবু জগজীবন রামের জন্ম জয়ন্তীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়েছে। সোশ্যাল মিডিয়ার এক বার্তায় শ্রী মোদী জানিয়েছেন, সমাজে বঞ্চিত ও নিপীড়িতদের জন্য অধিকার রক্ষায় জগজীবন রাম আজীবন যে লড়াই চালিয়ে গেছেন, আজ’ও তা’ জনগণের কাছে অনুপ্রেরণার উৎস।