মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

March 29, 2025 9:54 AM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রিসভায় গতকাল বিহারের কোসি মেচি আন্তঃরাজ্য সংযোগ প্রকল্পকে কৃষি সিঞ্চাই যোজনার আওতায় আনার অনুমোদন দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় মন্ত্রিসভায় গতকাল বিহারের কোসি মেচি আন্তঃরাজ্য সংযোগ প্রকল্পকে কৃষি সিঞ্চাই যোজনার আওতায় আনার অনুমোদন দেওয়ায় সন্তোষ প্রকাশ করেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, সরকার বিহারের সামগ্রিক উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। একইসঙ্গে পাটনা, আরা, সাসরাম করিডোর মির্মাণে মন্ত্রিসভার ছাড়পত্র মেলাতেও প্রধানমন্ত্রী সন্তোষ ব্যক্ত করেছেন। প্রতিটি বিহারবাসীর জন্য একে এক দারুণ সুখবর বলে বর্ণনা করে তিনি বলেন, এরফলে আর্থিক গতি ত্বরান্বিত হবে, কমবে ট্রাফিক জ্যামও।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।