মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

March 2, 2025 7:11 AM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দিনের সফরে গতরাতে গুজরাট পৌঁছেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিন দিনের সফরে গতরাতে গুজরাট পৌঁছেছেন।  আগামী দু’দিন বেশ কয়েকটি অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। জামনগর বিমানবন্দর থেকে সার্কিট হাউসের দিকে যাওয়ার সময় রাস্তার পাশে বহু মানুষ  দাঁড়িয়েছিলেন প্রধানমন্ত্রীর জন্য। পশু উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্র বানতারা সফরের পর তিনি সাসনগির জাতীয় উদ্যান পরিদর্শন করবেন।   

শ্রী মোদী সোমনাথ মন্দিরে পুজো দেবেন এবং তারপরে মন্দির পরিচালনার দায়িত্বে থাকা শ্রী সোমনাথ ট্রাস্টের একটি বৈঠকে সভাপতিত্ব করবেন। প্রধানমন্ত্রী হলেন এই  ট্রাস্টের চেয়ারপার্সন।

প্রধানমন্ত্রী জাতীয় বন্যপ্রাণী পর্ষদের (এনবিডব্লিউএল) একটি বৈঠকে সভাপতিত্ব করবেন। এই পর্ষদে  সেনাপ্রধান, বিভিন্ন রাজ্যের সদস্য, এ ক্ষেত্রে কর্মরত এনজিওর প্রতিনিধি, মুখ্য বনপাল এবং বিভিন্ন রাজ্যের সচিব-সহ ৪৭ জন সদস্য রয়েছেন।