July 21, 2024 9:03 AM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির ৪৬ তম অধিবেশনের সূচনা করবেন

নতুন দিল্লীতে আজ ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির ৪৬ তম অধিবেশন বসছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সন্ধ্যায় ভারত মন্ডপমে এই অধিবেশনের সূচনা করবেন। এই উপলক্ষে তিনি সভায় ভাষণ দেবেন। ভারত এই প্রথম ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির সম্মেলনের আয়োজন করেছে। এটি চলবে ৩১ শে জুলাই পর্যন্ত। এই কমিটি বিশ্বের ঐতিহ্যশালী স্থানগুলির তালিকা তৈরি এবং এ সংক্রান্ত যাবতীয় কাজকর্মের দায়িত্বে থাকা ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি বছরে একবার বৈঠকে বসে। এই বৈঠকেই বিশ্ব ঐতিহ্যের তালিকাভুক্তির জন্য নতুন নতুন স্থান নির্বাচন নিয়ে  প্রস্তাব, বর্তমানে ১২৪ টি এরকম স্থানের রক্ষণাবেক্ষণ জনিত অবস্থা, আন্তর্জাতিক সাহায্য, এ সংক্রান্ত তহবিল প্রভৃতি বিষয়ে আলোচনা হবে। দেশ বিদেশের ২০০০-এর বেশি প্রতিনিধি এই বৈঠকে যোগ দেবেন, থাকবেন ১৫০ টি দেশের প্রতিনিধি। ভারতীয় সংস্কৃতিকে তুলে ধরতে ভারত মন্ডপমে আয়োজন করা হয়েছে নানা প্রদর্শনীর।

ইনক্রেডিবল ইন্ডিয়া প্রদর্শনীতে ভারতের সমৃদ্ধ, সাংস্কৃতিক ঐতিহ্য, প্রাচীন সভ্যতা, ভৌগলিক বৈচিত্র্য, তথ্য ও প্রযুক্তি পরিকাঠামো ক্ষেত্রে আধুনিক উন্নয়নের সঙ্গে পর্যটন স্থলগুলির সম্পর্কে বিস্তারিতভাবে তুলে ধরা হবে।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।