February 9, 2025 12:17 PM

printer

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দিল্লি এবার বিশ্ব স্তরে নাগরিক পরিকাঠামো পাবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, দিল্লি এবার বিশ্ব স্তরে নাগরিক পরিকাঠামো পাবে। নতুন দিল্লিতে বিজেপির সদর দপ্তরের বাইরে দলীয় কর্মীদের উদ্দেশে তিনি বলেন, এনডিএ মানে সুশাসন এবং উন্নয়ন। শ্রী মোদী মন্তব্য করেন, একবিংশ শতাব্দীতে যাদের জন্ম হয়েছে তারা এই প্রথম দিল্লিতে বিজেপির সুশাসন দেখবে।          

শ্রী মোদী বলেছেন, দিল্লির নির্বাচন প্রমাণ করলো দেশের বিশ্বাস এখন বিজেপির ডবল ইঞ্জিন সরকারের ওপর। দিল্লির মানুষ প্রমাণ করেছেন তারাই এই এলাকার আসল মালিক। প্রধানমন্ত্রীর মন্তব্য দিল্লি শুধুমাত্র একটি শহর নয়, এটি গোটা ভারতের একটি ক্ষুদ্র সংস্করণ এবং এক ভারত শ্রেষ্ঠ ভারতের ভাবনাকে তুলে ধরার উপযুক্ত স্থল। তিনি আশ্বাস দিয়ে বলেন, নারী শক্তির প্রতি যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তা পুরোপুরি পালন করা হবে।

  আম আদমি পার্টির সমালোচনা করে প্রধানমন্ত্রী দাবি করেন, মানুষ তাদের দুর্নীতি সমর্থন করেনি।

সবচেয়ে বেশি পঠিত
সব দেখুন arrow-right

কোনো পোস্ট পাওয়া যায়নি।