প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ মাসের ৮ ও ৯ তারিখ রাশিয়ায় সরকারি সফরে যাবেন।২২ তম ভারত রাশিয়া বার্ষিক শিক্ষক বৈঠকে যোগ দিতে রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে তিনি মস্কো যাচ্ছেন বলে, বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে। দুই নেতার মধ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। এরপর প্রধানমন্ত্রী ,নয় ও দশই জুলাই অস্ট্রিয়া সফর করবেন।
গত ৪১ বছরের মধ্যে এই প্রথম কোন ভারতীয় প্রধানমন্ত্রী অস্ট্রিয়া যাবেন। মোদি সেখানে অস্ট্রিয়ার রাষ্ট্রপতি আলেকজান্ডার ভান ডের বেলেন এবং অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্লনেহামের সঙ্গে বৈঠক করবেন। সেখানে প্রধানমন্ত্রী এবং চ্যান্সেলার উভয়ই দু’দেশের বাণিজ্যিক নেতাদের সামনে বক্তব্য রাখবেন। প্রধানমন্ত্রী,মস্কো এবং ভিয়েনায় ভারতীয় বসবাসকারীদের সঙ্গে আলাপচারিতায় সামিল হবেন।
 
									