প্রধানমন্ত্রী জানিয়েছেন, পৃথিবীর প্রতিটি সন্ত্রাসবাদী হামলার পিছনে বাহওয়ালপুর ও মুরিদকের ভূমিকা রয়েছে। এই কূখ্যাত জায়গাগুলি সন্ত্রাসবাদের বিশ্ববিদ্যালয় হিসাবে পরিচিত।
ভারতে নির্মিত আকাশযুদ্ধ প্রতিরোধ ইউনিট ও অন্যান্য যুদ্ধাস্ত্র ব্যবহার করেই অপারেশন সিন্দুরের সাফল্য এসেছে বলে তিনি উল্লেখ করেন। তিনি বলেন, এবার থেকে ভারতের ঘোষিত নীতি হল , পাকিস্তানের সঙ্গে কথা হলে তা পাক অধিকৃত কাশ্মীর এবং সন্ত্রাসবাদ নিয়েই হবে।
তিনি মনে করিয়ে দিয়েছেন, সন্ত্রাসবাদী হামলা এবং বাণিজ্য একই সঙ্গে চলতে পারে না। তেমনই নদীর জল এবং রক্তও কখনও একই খাতে বইবে না। তিনি আরও বলেন, পাকিস্তান যদি সন্ত্রাসবাদীদের ফের মদত দেয় তাহলে একদিন তারা তাদের গোটা দেশকেই ধ্বংস করে দেবে।