মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 28, 2025 7:32 PM

printer

প্রধানমন্ত্রী জন ধন যোজনা – PMJDY প্রকল্প এগারো বছর পূর্ণ করেছে, যা একটি উল্লেখযোগ্য মাইলফলক।

প্রধানমন্ত্রী জন ধন যোজনা – PMJDY প্রকল্প এগারো বছর পূর্ণ করেছে, যা একটি উল্লেখযোগ্য মাইলফলক। ২০১৪ সালের ২৮শে আগস্ট থেকে, দেশের প্রত্যেকটি পরিবারের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে, প্রধানমন্ত্রী জন ধন যোজনা – PMJDY প্রকল্প চালু করা হয়। আজ, এই প্রকল্প, ব্যাংকিং ব্যবস্থা, ঋণ গ্রহণ, বীমা এবং পেনশন সহ অজস্র অর্থনৈতিক পরিষেবা দেশবাসীর হাতের নাগালের মধ্যে এনে অনন্য কৃতিত্ব অর্জন করেছে।

পি এম জন ধন যোজনার নানা সাফল্যের দিক তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমের এক বার্তায়, কীভাবে এই প্রকল্পটি দেশব্যাপী জীবনকে আর্থিক বঞ্চনা থেকে ক্ষমতায়নে রূপান্তরিত করেছে তা তুলে ধরেছেন।  তিনি বলেন, সমাজের প্রান্তিকতম মানুষটিকে অর্থনৈতিকভাবে সংযুক্ত করা গেলে দেশ একসঙ্গে এগিয়ে যাবে।

     দিনটি উপলক্ষ্যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, প্রত্যক্ষ সুবিধা হস্তান্তর পরিষেবা ব্যবহার করে বিভিন্ন প্রকল্পের সহায়তা প্রদানে জন ধন যোজনা অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে। গত ১১ বছরে ৫৬ কোটির বেশী অ্যাকাউন্ট খোলা হয়েছে। বিনামূল্যে দেওয়া হয়েছে ৩৮ কোটির বেশী রূপে কার্ড।