প্রধানমন্ত্রী জন ধন যোজনা – PMJDY প্রকল্প এগারো বছর পূর্ণ করেছে, যা একটি উল্লেখযোগ্য মাইলফলক। এগারো বছর আগে, ২০১৪ সালের স্বাধীনতা দিবসের ভাষণে লাল কেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রী এই উদ্যোগের কথা ঘোষণা করেছিলেন। ওই বছরই ২৮শে আগস্ট থেকে, দেশের প্রত্যেকটি পরিবারের আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে, প্রধানমন্ত্রী জন ধন যোজনা – PMJDY প্রকল্প চালু করা হয়। আজ, এই প্রকল্প, ব্যাংকিং ব্যবস্থা, ঋণ গ্রহণ, বীমা এবং পেনশন সহ অজস্র অর্থনৈতিক পরিষেবা দেশবাসীর হাতের নাগালের মধ্যে এনে অনন্য কৃতিত্ব অর্জন করেছে।
প্রধানমন্ত্রী জন ধন যোজনার আওতায় ৫৬ কোটিরও বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হয়েছে। দেশজুড়ে নাগরিকদের অর্থনৈতিকভাবে সমৃদ্ধ ও স্বনির্ভর ক’রে তোলার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে এই প্রকল্প। উল্লেখ্য, অ্যাকাউন্ট উপভোক্তাদের মধ্যে ৫৬ শতাংশেরও বেশি মহিলা এবং এই ধরনের প্রতি তিনটি অ্যাকাউন্টের মধ্যে দু’টি অ্যাকাউন্ট গ্রামীণ এবং মফঃস্বল এলাকায় খোলা হয়েছে। এই প্রকল্পের আওতায় যাঁরা অ্যাকাউন্ট খোলেন, তাঁরা RuPay ডেবিট কার্ড-এর সুবিধা পান। যে-কোনও ব্যাঙ্কের যে-কোনও শাখায় অথবা বিজনেস করেসপন্ডেন্ট – ব্যাংক মিত্র আউটলেটে জিরো ব্যালেন্সে এই অ্যাকাউন্ট খোলা যাবে। প্রতিটি PMJDY ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংকের কোর ব্যাংকিং সিস্টেমে রয়েছে। যে কোনও মোবাইল ফোনে ইউ এস এস ডি সুবিধা ব্যবহার করে মোবাইল ব্যাংকিং পরিষেবাও পেতে কোনও অসুবিধা হয় না।
প্রধানমন্ত্রী জন ধন যোজনা দেশজুড়ে অজস্র নাগরিকের কাছে সরাসরি পরিষেবা পৌঁছে দিয়েছে, ভুয়ো সুবিধাভোগীদের সরিয়ে দিয়েছে, দরিদ্র ব্যক্তিদের কোনওপ্রকার তৃতীয় পক্ষ ও মধ্যস্থতাকারীদের ফাঁদ থেকে মুক্ত করেছে, মহিলাদের আর্থিক স্বাধীনতা সুরক্ষিত ক’রে ক্ষমতায়ন নিশ্চিত করেছে। দেশের প্রত্যন্ত গ্রামগুলিকেও অর্থনৈতিক দিক থেকে মূলধারার সঙ্গে সংযুক্ত করতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।