মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 28, 2024 2:08 PM

printer

প্রধানমন্ত্রী জনধন যোজনার প্রকল্পের ১০ বছর পূর্তিতে প্রধানমন্ত্রী বলেছেন, অন্তর্ভুক্তিমূলক অর্থনীতিকে উন্নত করতে এবং কোটি কোটি মানুষের কাছে ব্যাঙ্কিং সুবিধা পৌঁছে দিতে এই প্রকল্প এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে।

প্রধানমন্ত্রী জনধন যোজনার আজ দশ বছর পূর্ণ করল। এখনো পর্যন্ত ৫৩ কোটি উপভোক্তা এই প্রকল্পে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছেন। আজকের দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব সুবিধাভোগীদের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ার এক বার্তায় বলেন, অন্তর্ভুক্তিমূলক অর্থনীতিকে উন্নত করতে এবং কোটি কোটি মানুষ বিশেষত মহিলা, যুবা এবং দেশের প্রান্তিকতম সম্প্রদায়ের কাছে ব্যাঙ্কিং সুবিধা পৌঁছে দিতে এই প্রকল্প এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে।

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, সমাজের দরিদ্র শ্রেনীকে অর্থনীতির মূল স্রোতে নিয়ে আসতে জন ধন প্রকল্পের ভূমিকা অনস্বীকার্য। জন ধন মোবাইল আধারের ফলে সুষ্ঠু ও স্বচ্ছ উপায়ে সামাজিক প্রকল্পের সুবিধাভোগীদের কাছে পরিষেবাপৌঁছে যাচ্ছে। ৬৭ শতাংশ অ্যাকাউন্টই গ্রামীন বা আধা শহরতলী এলাকায় খোলা হয়েছে। ৫৫ শতাংশ অ্যাকাউন্ট মহিলাদের দ্বারা পরিচালিত বলে অর্থমন্ত্রী জানিয়েছেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।