মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 31, 2025 11:27 AM

printer

প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি – পি এম কিষাণ প্রকল্পের বিশতম কিস্তি আগামী শনিবার প্রাপকদের হাতে তুলে দেওয়া হবে।

প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি – পি এম কিষাণ প্রকল্পের বিশতম কিস্তি আগামী শনিবার প্রাপকদের হাতে তুলে দেওয়া হবে। নতুন দিল্লিতে গতকাল কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহানের সভাপতিত্বে এসংক্রান্ত একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সর্বাধিক সংখ্যক কৃষকের কাছে এই সুবিধা পৌঁছে দিতে এবং অনুষ্ঠানের প্রস্তুতি বিষয় বৈঠকে আলোচনা হয়। উত্তরপ্রদেশের বারাণসী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনুষ্ঠানে নেতৃত্ব দেবেন। বৈঠকে শ্রী চৌহান জাতীয় রাজ্য, জেলা এবং গ্রামস্তরে কৃষকদের এই অনুষ্ঠানের সঙ্গে সংযুক্ত করতে এবং দেশব্যাপী প্রচার চালাতে আধিকারিকদের নির্দেশ দেন। তিনি সারা দেশের কৃষকদের অনুষ্ঠানে অংশ নিতে উৎসাহিত করেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন