প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লীর রাষ্ট্রপতি ভবন সাংস্কৃতিক কেন্দ্রে নীতি আয়োগের নবম গভর্নিং কাউন্সিলের বৈঠকে সভাপতিত্ব করবেন। এই বছরের বৈঠকের থিম হ’ল “বিকশিত Bharat@2047”. এর মূল লক্ষ্য ভারতকে একটি উন্নত দেশ হিসাবে গড়ে তোলা। বৈঠকে বিকশিত ভারত সম্পর্কিত ভিশন ডকুমেন্টের অ্যাপ্রোচ পেপার নিয়ে আলোচনা হবে। নীতি আয়োগ জানিয়েছে, গভর্নিং কাউন্সিলের বৈঠকের লক্ষ্য হল কেন্দ্র ও রাজ্য সরকারগুলির মধ্যে অংশগ্রহণমূলক প্রশাসন এবং সহযোগিতা গড়ে তোলা, গ্রামীণ ও শহুরে উভয় জনগোষ্ঠীর জীবনযাত্রার মানকে উন্নত করা। বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে রাজ্যগুলির ভূমিকা নিয়েও এই বৈঠকে বিস্তারিত আলোচনা হবে। নীতি আয়োগ জানিয়েছে যে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়ার পথে এগিয়ে চলেছে। মোট অভ্যন্তরীণ উৎপাদন (জিডিপি) পাঁচ লক্ষ কোটি মার্কিন ডলার ছাড়িয়েছে। বৈঠকে থাকবেন বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী ও উপরাজ্যপাল, নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান ও সদস্যরা।
Site Admin | July 27, 2024 9:00 AM
প্রধানমন্ত্রী আজ নতুন দিল্লিতে নীতি আয়োগের নবম গভর্নিং কাউন্সিলের বৈঠকে পৌরহিত্য করবেন।
