মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

February 25, 2025 7:28 AM

printer

প্রধানমন্ত্রী আজ গুয়াহাটিতে অ্যাডভানটেজ অসমের দ্বিতীয় পর্যায়ের সূচনা করবেন

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ গুয়াহাটিতে অ্যাডভানটেজ অসমের দ্বিতীয় পর্যায়ের সূচনা করবেন। দু’দিনের এই বিনিয়োগ ও পরিকাঠামো সম্মেলনে রয়েছে, উদ্বোধনী অনুষ্ঠান, সাতটি মন্ত্রী পর্যায়ের আলোচনা এবং ১৪ থিম ভিত্তিক আলোচনা পর্ব। এর মূল লক্ষ্য হবে, শিল্প ক্ষেত্রে বিবর্তন, আন্তর্জাতিক ব্যবসায়িক অংশীদারিত্ব এবং অসমের অতি ক্ষুদ্র, ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোগ। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, আজ অ্যাডভানটেজ অসমের দ্বিতীয় পর্যায়ের সূচনা হবে সকাল সাড়ে ১০টা নাগাদ । উপস্হিত থাকবেন রাজ্যের গর্ভর এল পি আচারিয়া, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর, মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মা, কেন্দ্রীয় জাহাজ ও জলপথ দফতরের মন্ত্রী সর্বানন্দ সনোয়াল, উত্তরপূর্বাঞ্চল উন্নয়মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং প্রতিবেশী রাজ্যের মুখ্যমন্ত্রী সহ বিশিষ্ট রাজনীতিক এবং বিভিন্ন দেশের বাণিজ্য প্রতিনিধিরাও। বিকেলে আলোচনা পর্বে থাকবেন, কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণ। প্রধানমন্ত্রী আজ বিকেলেই নতুন দিল্লি ফিরবেন।