মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 26, 2025 12:53 PM

printer

প্রধানমন্ত্রী আজ গুজরাটে “ই-ভিটারা” নামে ভারতে তৈরি একটি ব্যাটারিচালিত বৈদ্যুতিক যানের উদ্বোধন করেন

প্রধানমন্ত্রী আজ গুজরাটের হনসলপুরে এক অনুষ্ঠানে “ই-ভিটারা” নামে ভারতে তৈরি একটি ব্যাটারিচালিত বৈদ্যুতিক যানের উদ্বোধন করেন। ই-ভিটারা ইউরোপ এবং জাপানের মতো উন্নত বাজার সহ ১০০ টিরও বেশি দেশে রপ্তানি করা হবে। 

দুদিনের গুজরাট সফররত প্রধানমন্ত্রী আহমেদাবাদের হনশলপুরে সুজুকি মোটরের প্ল্যান্টে প্রদর্শনী ঘুরে দেখেন। 

 পরিবেশবান্ধব শক্তিতে স্বনির্ভরতার দিকে এক জোরালো পদক্ষেপ হিসেবে প্রধানমন্ত্রী হনশলপুরে  টিডিএস লিথিয়াম-আয়ন ব্যাটারি প্ল্যান্টে হাইব্রিড ব্যাটারি ইলেক্ট্রোডের স্থানীয় উৎপাদন শুরু করে ভারতের ব্যাটারি শিল্পক্ষেত্রে অত্যাধুনিক পর্যায়ের সূচনা করেন। এই প্ল্যান্টটি তোশিবা, ডেনসো এবং সুজুকির একটি যৌথ উদ্যোগ, যা দেশীয় উৎপাদন এবং পরিবেশবান্ধব জ্বালানি উদ্ভাবনকে উৎসাহিত করবে। ব্যাটারি মূল্যের আশি শতাংশেরও বেশি এখন ভারতের মধ্যেই তৈরি করা হবে। এই পরিবেশবান্ধব শক্তি প্রকল্প ভারতের পরিবেশবান্ধব উৎপাদনক্ষেত্রে  অগ্রগতি আনবে। তিনি হনসলপুরে হাইব্রিড ব্যাটারি ইলেকট্রোডের স্থানীয় উৎপাদনের উদ্বোধনও করবেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন যে এই উদ্যোগ ভারতের ব্যাটারি শিল্পক্ষেত্রে জোরালো গতি আনবে। প্রধানমন্ত্রী বলেন  ভারতের স্বনির্ভরতা এবং পরিবেশবান্ধব উন্নয়নের কেন্দ্র হিসেবে আবির্ভাবের লক্ষ্যে আজ একটি বিশেষ দিন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।