প্রথমবার ভারত সফররত ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার, ভারত – ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তিকে ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করার পর স্বাক্ষরিত হওয়া সর্ববৃহত চুক্তি হিসেবে বর্ণনা করেছেন। শীর্ষ স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে মুম্বাই শহরে আয়োজিত এক অনুষ্ঠানে ব্রিটেনের প্রধানমন্ত্রী বলেন, দু দেশের মধ্যে বাণিজ্য অংশীদারীতে অত্যন্ত তাতপর্যপূর্ণ। চলতি বছরে প্রধানমন্ত্রী মোদীর ব্রিটেন সফরের পর তা এক নতুন মাত্রা পেয়েছে বলেও স্টার্মার উল্লেখ করেন।
উল্লেখ্য, গত জুলাই মাসে প্রধানমন্ত্রী মোদীর লন্ডন সফরের সময় মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়। এর ফলে দু দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ বার্ষিক সাড়ে ২৫ বিলিয়ান ডলারে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। বস্ত্র, হুইস্কি এবং গাড়ী রপ্তানীতে শুল্কের হার এর ফলে হ্রাস পাবে।
ব্রিটেনের প্রধানমন্ত্রী আন্ধেরীতে যশরাজ ফিল্মস স্টুডিও ঘুরে দেখেন। পরে স্টার্মার দক্ষিণ মুম্বাইতে কুপারেজ ফুটবল মাঠে ইংলিশ প্রিমিয়ার লীগ আয়োজিত একটি ফুটবল প্রদর্শনীতে অংশ নেন।
এর আগে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ব্রিটিশ প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান। আগামীকাল স্টার্মারের সঙ্গে সাক্ষাতের জন্য তিনি উৎসাহী বলেও প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন।