প্রতিষ্ঠান স্থাপনের ৬ বছরের মধ্যেই উন্নত প্রাথমিক স্বাস্থ্য সুরক্ষা সুনিশ্চিত করতে আদিবাসী অধ্যুষিত ৫ টি গ্রাম দত্তক নেওয়ায় এইমস দেওঘরের প্রশংসা করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মু। পশ্চিমবঙ্গে সফর শেষে শ্রীমতি মুর্মু আজ ঝড়খন্ডের উদ্দেশে রওনা হন। এইমস দেওঘরের ষষ্ঠ সমাবর্তনে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন তিনি। আদিবাসী স্বাস্থ্য সুরক্ষায় উৎকৃষ্ট কেন্দ্র হয়ে ওঠায় হাসপাতালটিকে অভিনন্দন জানান তিনি। স্বাস্থ্য ব্যবস্থায় উন্নত নির্দেশিকা এবং ড্রোনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে ওষুধ পৌঁছে দেওয়ার ব্যবস্থাপনা গড়ে তোলার জন্য সন্তোষ ব্যক্ত করেন তিনি। রাষ্ট্রপতি মুর্মু বলেন, এই প্রতিষ্ঠান, অন্যদের কাছে উদাহরণ সৃষ্টি করেছে।
বিজয়ী ও শীর্ষ স্থানাধিকারীদের স্বর্ণপদক প্রদানের পর ৫০ শতাংশের বেশী পদকপ্রাপ্ত মহিলা হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন। বিপুল সংখ্যায় মেয়েরা যে চিকিতসাপ্রদানের কাজে এগিয়ে আসছেন এবং ভালো চিকিৎসক হয়ে উঠছেন তা দেশের জন্য অত্যন্ত গর্বের বলেও জানান রাষ্ট্রপতি।
উল্লেখ্য, রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গোয়ার, স্বাস্থ্যমন্ত্রী ডঃ ইরফান আনসারি, কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব নিবেদিতা শুক্লা শর্মা সহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।