প্রতিরক্ষা সরঞ্জাম অধিগ্রহণ পর্ষদ, DAC আজ ৭৯ হাজার কোটি টাকা মূল্যের নতুন অস্ত্রশস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম কেনার অনুমোদন দিয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সভাপতিত্বে পর্ষদের বৈঠকে স্থির হয়েছে , সেনাবাহিনীর জন্য নাগ ক্ষেপণাস্ত্র পদ্ধতি , ভূমি থেকে উৎক্ষেপণ যোগ্য চলমান Elent পদ্ধতি এবং উচ্চশক্তি সম্পন্ন সেনা যান কেনা হবে। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে আরও জানানো হয় , নৌবাহিনীর জন্য ল্যান্ডিং প্লাটফর্ম ডক্স , ৩০ মিলিমিটার নৌ কামান, উচ্চ ক্ষমতাসম্পন্ন টরপেডো ALWT , উচ্চ ক্ষমতাসম্পন্ন ইনফ্রা রেড সার্চ সিস্টেম , ৭৬ মিলিমিটার সুপার Rapid বন্দুক কেনা হবে । এছাড়া বিমান বাহিনীর জন্যেও দূর পাল্লার ক্ষেপণাস্ত্র ক্রয় করার অনুমতি দিয়েছে পর্ষদ।
Site Admin | October 23, 2025 10:00 PM
প্রতিরক্ষা সরঞ্জাম অধিগ্রহণ পর্ষদ, DAC আজ ৭৯ হাজার কোটি টাকা মূল্যের নতুন অস্ত্রশস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম কেনার অনুমোদন দিয়েছে
 
		 
									 
									 
									 
									