মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 17, 2025 9:16 PM

printer

প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং আজ নতুনদিল্লির সাউথ ব্লকে এক অনুষ্ঠানে মাউন্ট এভারেস্ট এবং মাউন্ট কিলিমাঞ্জারো পর্বতারোহণ অভিযানের উদ্বোধন করেন।

প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং আজ নতুনদিল্লির সাউথ ব্লকে এক অনুষ্ঠানে মাউন্ট এভারেস্ট এবং মাউন্ট কিলিমাঞ্জারো পর্বতারোহণ অভিযানের উদ্বোধন করেন। উত্তরাখণ্ডের উত্তরকাশীতে অবস্থিত নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং এনআইএম এর গৌরবময় ষাট বছর উদযাপনের লক্ষ্যে মাউন্ট এভারেস্টে এই অভিযান চালানো হয়। পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট এবং জম্মু ও কাশ্মীরের পহেলগাঁও তে অবস্থিত জহর ইনস্টিটিউট অফ মাউন্টেনিয়ারিং অ্যান্ড উইন্টার স্পোর্টস এর সহযোগিতায় এই অভিযান আয়োজন করা হয়েছিল।

 অনুষ্ঠানে প্রতিরক্ষা সচিব উভয় দলের অদম্য মনোবল, দৃঢ়তা এবং সাহসিকতার প্রশংসা করেন। তিনি জোর দিয়ে বলেন যে এই অভিযান কেবল শৃঙ্গ আরোহণের জন্য নয়, বরং ভারতের পর্বতারোহণের উৎকর্ষতা এবং অ্যাডভেঞ্চার স্পোর্টস কার্যকলাপে নেতৃত্ব প্রদর্শনের জন্যও। তিনি বলেন, মাউন্ট এভারেস্ট এবং মাউন্ট কিলিমাঞ্জারো সফলভাবে আরোহণের মাধ্যমে, দলগুলি দেশ এবং বিশ্বজুড়ে তরুণ পর্বতারোহীদের অনুপ্রাণিত করেছে। দলটি এই বছরের ২৩শে মে খুম্বু উপত্যকা অতিক্রম করে এবং বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে আরোহণ করে।