প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, উচ্চশিক্ষিত ব্যক্তিরা এবং যারা মর্যাদাপূর্ণ পেশার সঙ্গে যুক্ত তারা দেশ এবং সমাজবিরোধী কার্যকলাপের সঙ্গে যুক্ত হচ্ছেন, এটা খুবই উদ্বেগের বিষয়।উদয়পুরে একটি কলেজের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি এ কথা বলেন।
শ্রী সিং বলেন, ভারতের সুপ্রাচীন অতীত এবং ঐতিহ্যবাহী সংস্কৃতিই তার শক্তি ও গর্ব। মানবিক মূল্যবোধ ও জাতীয় দায়বদ্ধতা না থাকলে শুধু উচ্চ শিক্ষালাভ কারুর পক্ষে যথেষ্ট নয়। দিল্লির বোমা বিস্ফোরণের প্রসঙ্গ উল্লেখ করে রাজনাথ সিং বলেন এই গুরুতর অপরাধের সঙ্গে জড়িত হিসেবে চিকিৎসকদের মত শিক্ষিত পেশাদারদের নাম উঠে এসেছে যা শিক্ষার পাশাপাশি নৈতিক সচেতনতা এবং চরিত্র গঠনের গুরুত্বকে স্পষ্টভাবে তুলে ধরেছে। মন্ত্রী আরো বলেন, প্রতিরক্ষা উৎপাদনের ক্ষেত্রে ভারত ক্রমশঃ সম্পূর্ণ স্বনির্ভরতা অর্জনের পথে অগ্রসর হচ্ছে।