প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা দিবস উপলক্ষে ডিআরডিও-র বিজ্ঞানী, কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন। এক সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী সিং ডিআরডিও-র অবিচল প্রতিশ্রুতি, বৈজ্ঞানিক উৎকর্ষ এবং জাতীয় কর্তব্যের প্রতি দৃঢ় চেতনার প্রশংসা করে বলেছেন যে, এই গুণাবলী দেশের প্রতিরক্ষা প্রস্তুতিকে শক্তিশালী করতে এবং প্রতিরক্ষা ক্ষেত্রে ভারতের আত্মনির্ভরতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিরক্ষামন্ত্রী বলেন, দেশীয় নকশায় এবং ভবিষ্যতের উপযোগী প্রযুক্তি বিকাশের মাধ্যমে ডিআরডিও দেশের কৌশলগত ক্ষমতা আরও মজবুত করে সশস্ত্র বাহিনীর আত্মবিশ্বাস বাড়াচ্ছে।
Site Admin | January 1, 2026 9:32 PM
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, DRDO নির্মিত অস্ত্র অপারেশন সিন্দুর-এ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে