প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রেই বেলুসোহ্-এর সঙ্গে এক বৈঠকে যোগ দেবেন।
প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ২২-তম ভারত-রাশিয়া ইন্টার গভর্মেন্টাল কমিশন অন মিলেটারি এবং মিলেটারি টেকনিক্যাল কোঅপারেশন-এর ঐ বৈঠকে, প্রতিরক্ষা ক্ষেত্রে দুই দেশের বহুমুখী সম্পর্কের বিষয়ে পর্যালচনা করা হবে।
ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালে দেশের প্রয়াত সেনানিদের সম্মান জানাতে যাবেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী।