November 27, 2025 9:41 AM

printer

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে তৃতীয় ভারত-ইন্দোনেশিয়া প্রতিরক্ষা মন্ত্রীদের সংলাপের সহ-সভাপতিত্ব করবেন।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ নতুন দিল্লিতে ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী Sjafrie Sjamsoeddin-এর সঙ্গে তৃতীয় ভারত-ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রীদের সংলাপের সহ-সভাপতিত্ব করবেন। প্রতিরক্ষা মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, দুই মন্ত্রী আঞ্চলিক নিরাপত্তা উন্নয়ন পর্যালোচনা করবেন। বহুপাক্ষিক বিষয় নিয়েও আলোচনা করবেন তারা। দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করার জন্য নতুন ক্ষেত্রগুলিরও অন্বেষণ করা হবে।

উল্লেখ্য, ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী গতকাল দু দিনের ভারতে এসে পৌঁছেছেন। চলতি বছরের জানুয়ারি মাসে ইন্দোনেশিয়ার শীর্ষ নেতৃত্ব নতুন দিল্লিতে থাকাকালীন এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।