মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
Listen to live radio

October 25, 2025 9:57 PM

printer

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রাজস্থানের জয়সলমীরে অনুষ্ঠিত আর্মি কম্যান্ডার্স সম্মেলনে একাধিক গুরুত্বপূর্ণ ডিজিটাল এবং কল্যাণমূলক উদ্যোগের উদ্বোধন করেচেন। 

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং রাজস্থানের জয়সলমীরে অনুষ্ঠিত আর্মি কম্যান্ডার্স সম্মেলনে একাধিক গুরুত্বপূর্ণ ডিজিটাল এবং কল্যাণমূলক উদ্যোগের উদ্বোধন করেচেন।  যা ভারতীয় সেনাবাহিনীর “পরিবর্তনের দশক” দৃষ্টিভঙ্গি কে আরও শক্তিশালী করবে।

মূল উদ্যোগগুলোর মধ্যে, শ্রী সিং কনার্ক এবং ফায়ার অ্যান্ড ফিউরি কোরের জন্য Edge Data Centre-এর উদ্বোধন করেন, যা সেনাবাহিনীর ডিজিটাল পরিকাঠামোকে শক্তিশালী করার একটি বড় পদক্ষেপ। এই কেন্দ্রগুলো দ্রুত, নিরাপদ এবং কম-বিলম্বে ডেটা প্রক্রিয়াকরণে সক্ষম, যা বাস্তব সময়ে কার্যকরী সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে।