প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, সুখোই-থার্টি, LCA HTT-40 বিমানের যাত্রা, প্রতিরক্ষা ক্ষেত্রে দেশের আত্মনির্ভরতাকেই তুলে ধরেছে। তিনি আজ হিন্দুস্তান অ্যারোনটিক্সের নতুন নাসিক উৎপাদন লাইন থেকে প্রথম যুদ্ধবিমান তেজস LCA- MKওয়ান-Aর উদ্বোধন করে ভাষণ দিচ্ছিলেন। ওই অনুষ্ঠানেই প্রতিরক্ষা মন্ত্রী HTT-40 প্রশিক্ষণ বিমানের জন্য দ্বিতীয় উৎপাদন ইউনিটেরও উদ্বোধন করেন।
নাসিক বিভাগে প্রস্তুত সুখোই-থার্টি, LCA HTT-40 বিমানের প্রশংসা করে শ্রী সিং বলেন, প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতার লক্ষ্য অর্জনে সরকার অঙ্গীকারবদ্ধ। এপ্রসঙ্গে তেজস MKওয়ান-Aর সূচনাকে দেশের প্রতিরক্ষা উৎপাদনেরতিতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবেও উল্লেখ্য করেন তিনি।
উল্লেখ্য, বেঙ্গালুরুতে ইতিমধ্যেই দুটি নতুন সুবিধায় তেজস যুদ্ধবিমানের উৎপাদন চলছে। এখানে বছরে ১৬টি জেট তৈরি হচ্ছে। নাসিক ইউনিট-টি তৃতীয় উৎপাদন কেন্দ্রও। দেড়শ কোটি টাকারও বেশি বিনিয়োগে এই নির্মিত নাসিকের কেন্দ্র থেকে বছরে ৮ টি করে বিমাণ প্রস্তুত হবে বলে জানা গিয়েছে। এর ফলে এইচ এ এল-এর উৎপাদন ক্ষমতা হবে বার্ষিক ২৪টি বিমান।