প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ নাসিকে হিন্দুস্তান এরোনটিক্সের নতুন নির্মাণ কেন্দ্রে প্রস্তুত যুদ্ধবিমান তেজস LCA MK1A এর উদ্বোধন করেন। এই অনুষ্ঠানে তিনি HTT-40 প্রশিক্ষণ বিমানের জন্য আরেকটি নির্মাণ ইউনিটও উদ্ঘাটন করেন। এই যুদ্ধ বিমানগুলো প্রথম উড়ানের সাক্ষী থাকবেন রাজনাথ সিং। এগুলো ভারতীয় বায়ু সেনার শক্তি ও ক্ষমতা বৃদ্ধিতে বিশেষ সাহায্য করবে। বেঙ্গালুরুতে দুটি নতুন নির্মাণ কেন্দ্রে বছরে ১৬ টি যুদ্ধ বিমান তৈরি হচ্ছে। ১৫০ কোটি টাকা দিয়ে নির্মিত নাসিকের কেন্দ্রটি থেকে বছরে ৮ টি করে বিমানের উদ্বোধন হবে বলে জানা গিয়েছে।
Site Admin | October 17, 2025 1:34 PM
প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং আজ নাসিকে হিন্দুস্তান এরোনটিক্সের নতুন নির্মাণ কেন্দ্রে প্রস্তুত যুদ্ধবিমান তেজস LCA MK1A এর উদ্বোধন করেন
