মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 24, 2025 9:28 PM

printer

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, উপরাজ্যপাল মনোজ সিনহা ও কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং-কে সঙ্গে নিয়ে আজ জম্মুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে কিস্তওয়ারের চাশোতির ঘটনায় আহতদের স্বাস্থ্যের খোঁজখবর নেন

 প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, উপরাজ্যপাল মনোজ সিনহা ও কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং-কে সঙ্গে নিয়ে আজ জম্মুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে কিস্তওয়ারের চাশোতির ঘটনায় আহতদের স্বাস্থ্যের খোঁজখবর নেন। আকাশবানীর জম্মুর সংবাদদাতা জানাচ্ছেন,  সেখানে এখন ১৬ জনের চিকিৎসা চলছে। নিখোঁজ আরও ৩২ জনের সন্ধান পেতে প্রশাসন অঙ্গীকারবদ্ধ বলে উপরাজ্যপাল জানান। তাঁর প্রশাসন শোকসন্তপ্ত পরিবারের পাশে রয়েছে বলে মনোজ সিনহা জানান।

      এদিকে, নিখোঁজদের সন্ধানে যুদ্ধকালীন তৎপরতায় ত্রাণ ও উদ্ধারকাজ চলছে। ডক্টর জিতেন্দ্র সিং চাশোতির জনগণের সঙ্গে ভার্চুয়ালি কথাও বলেন।