প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন যে ভারত উদ্ভাবন ও উন্নত প্রযুক্তির মাধ্যমে দেশীয় কোম্পানিগুলির জন্য উপযুক্ত পরিকাঠামো গঠন করে একটি শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করছে। দেশ এখন পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান এবং বিমানের ইঞ্জিন তৈরির দিকে এগিয়ে যাচ্ছে। মন্ত্রী বলেন, ফরাসি কোম্পানি সাফরানের সাথে দেশে ইঞ্জিন তৈরি শুরু হতে চলেছে।
নতুন দিল্লিতে আজ এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, সরকার ৬৬ হাজার কোটি টাকা ব্যয়ে ৯৭টি তেজস যুদ্ধবিমান তৈরির জন্য HAL-এর সাথে একটি নতুন প্রকল্প অনুমোদন করেছে। তিনি বলেন, HAL-কে এর আগে ৪৮ হাজার কোটি টাকা ব্যয়ে ৮৩টি বিমান তৈরির আদেশ দেওয়া হয়েছিল। শ্রী সিং সমস্ত বিদেশী কোম্পানি এবং বিনিয়োগকারীদের দেশের প্রতিরক্ষা উৎপাদন ব্যাবস্থায় বিনিয়োগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।
প্রতিরক্ষা খাতে উদ্ভাবন এবং প্রযুক্তির উন্নয়নকে উৎসাহিত করার জন্য ইনোভেশন ফর ডিফেন্স এক্সিলেন্স (iDEX) চালু করা হয়েছে। আগামী বছরগুলিতে দেশের বেসরকারি কোম্পানিগুলি বিশ্বব্যাপী প্রভাব বিস্তার করবে বলে তিনি আশা প্রকাশ করেন।