মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 13, 2025 10:03 PM

printer

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্দুর চলাকালীন ভারতের নিজস্ব ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপারেশন সিন্দুর চলাকালীন ভারতের নিজস্ব ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্র অসাধারণ দক্ষতার পরিচয় দিয়েছে। এরপর থেকেই বিদেশী দেশগুলির কাছে এই ক্ষেপণাস্ত্রের চাহিদা বেড়েছে। দুদিনের লক্ষ্মৌ সফরের দ্বিতীয় দিনে আজ উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রভানু গুপ্তার একটি মূর্তির আবরণ উন্মোচন করে শ্রী সিং বলেন, ১৪ টি দেশ ইতোমধ্যেই এই ক্ষেপণাস্ত্রের বরাত দিয়েছে। লক্ষ্মৌ-এর কারখানা থেকেই সেগুলি রপ্তানি করা হবে। এরফলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে।

প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, ভারতের রাজনৈতিক ইতিহাসে উত্তরপ্রদেশের একটি বিশেষ স্থান আছে। গোটা দেশের রাজনৈতিক হালহকিকত এই রাজ্যই নির্ধারণ করে। উত্তরপ্রদেশের বহু বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী জন্ম নিয়েছেন, তাঁদের মধ্যে চন্দ্রভানু গুপ্তা অন্যতম। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের প্রশংসা করে রাজনাথ সিং বলেছেন, তাঁর নেতৃত্বে রাজ্য উন্নয়নের নতুন দিশা দেখাচ্ছে।  

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন

কোনো পোস্ট পাওয়া যায়নি।